58, Kha para, Tongi, Gazipur, Dhaka
Visit Store
বয়ান বিশ্বকোষ হলো বাংলাভাষায় প্রণীত একটি ব্যতিক্রমধর্মী ও নির্ভরযোগ্য ইসলামি বয়ান সংকলন। এটি বিশেষভাবে ইমাম, খতিব, ওয়ায়েজ ও দ্বীনি আলোচকদের প্রয়োজনকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে। ১৬ খণ্ডে প্রকাশিত এই সুবিশাল গ্রন্থমালায় ইসলামি জীবনের প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয় সুসংগঠিত ও প্রামাণ্যভাবে উপস্থাপন করা হয়েছে।
এটি বাংলাভাষায় রচিত সর্ববৃহৎ ও সমৃদ্ধ বয়ান সংকলনগুলোর একটি। দীর্ঘ সময় ধরে ১২ জন মুহাদ্দিস, মুফতি ও আলেমের নিরলস পরিশ্রম ও গবেষণার মাধ্যমে গ্রন্থটি সংকলিত হয়েছে। আরবি ও উর্দু ভাষার প্রসিদ্ধ খুতুবাত, তাফসির ও হাদিস গ্রন্থের আলোকে এটি প্রণীত হওয়ায় বিষয়বস্তুতে নির্ভরযোগ্যতা ও গভীরতা নিশ্চিত হয়েছে। একই বিষয়ের অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি পরিহার করে প্রতিটি আলোচনা সাজানো হয়েছে বিষয়ভিত্তিকভাবে। প্রতিটি খণ্ড আলাদা বিষয়ের ওপর রচিত এবং সহজ ও প্রাঞ্জল ভাষায় লেখা হওয়ায় আলেমদের পাশাপাশি সাধারণ পাঠকের জন্যও এটি সহজপাঠ্য।
১৬ খণ্ডে মোট ৬২০৮ পৃষ্ঠার এই বিশাল সংকলনে রয়েছে ২১৬টি বয়ান। কুরআন ও হাদিসের দলিলের পাশাপাশি সালাফে সালেহিনের জীবনের সত্য ঘটনা, বুজুর্গদের উর্দু ও ফারসি কবিতা এবং জীবনঘনিষ্ঠ উদাহরণের মাধ্যমে প্রতিটি বয়ানকে প্রাণবন্ত করে তোলা হয়েছে। দেশীয় সামাজিক প্রেক্ষাপট, বিভিন্ন দিবস ও সংস্কৃতির আলোকে দিকনির্দেশনামূলক আলোচনাও এতে সন্নিবেশিত হয়েছে।
এই ১৬ খণ্ডে পর্যায়ক্রমে আলোচিত হয়েছে ঈমান ও আকিদা, ইবাদত ও নামাজ, রোজা হজ যাকাত ও কুরবানি, সিরাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মোআমালাত, মোআশারাত, গুনাহ তাওবা ও আত্মশুদ্ধি, উত্তম চরিত্র, মন্দ চরিত্র, ইসলামে পারিবারিক জীবন, ইসলামে নারী ও পর্দা, কুরআন ও তাফসির, শিরক বিদআত ও বিভিন্ন দিবস, দোয়া দুরুদ ও জিকির-আযকার, আখিরাত ও মৃত্যু এবং বিবিধ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ।
আলেম-উলামা নবীজির ওয়ারিস। মানুষের কাছে বিশুদ্ধ ও গ্রহণযোগ্য দ্বীন পৌঁছে দেওয়া তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ইমাম, খতিব ও ওয়ায়েজদের নিয়মিত ওয়াজ ও খুতবার জন্য ব্যাপক প্রস্তুতির প্রয়োজন হয়, কিন্তু সময় ও সুযোগের সীমাবদ্ধতায় তা সবসময় সম্ভব হয় না। এই বাস্তবতাকে সামনে রেখে খ্যাতিমান তরুণ আলেম মুফতি মুহিউদ্দীন কাসেমী এই সংকলনটি প্রণয়ন করেছেন, যাতে প্রয়োজনীয় কিতাবি আলোচনা একত্রে পাওয়া যায় এবং বক্তারা সহজেই নির্ভরযোগ্য প্রস্তুতি নিতে পারেন।